Web Analytics

কুমিল্লায় সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) মাসুদুল হক ওরফে মাসুম এবং আরিফুল ইসলাম নামে দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০টি গুলি উদ্ধার করা হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে নগরীর টমছমব্রিজ এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় আরিফুল ইসলামকে পাঁচটি গুলি ও একটি ছুরিসহ আটক করা হয়। তার মোবাইল ফোনে একটি বিদেশি পিস্তলের ছবি পাওয়া গেলে জিজ্ঞাসাবাদে সে জানায়, পিস্তলটি মাসুমের কাছে আছে। পরে মাসুমের বাসায় তল্লাশি চালিয়ে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি সাজানো নাটক বলে মনে হচ্ছে এবং মাসুম সক্রিয় রাজনীতিতে নেই।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর কাইমুল হক রিংকু জানান, বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে এবং নির্দেশনা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।