ব্রাজিলের সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে উত্তরসূরি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিরুদ্ধে অভ্যুত্থানের চক্রান্তের দায়ে ২৭ বছরের কারাদণ্ড ভোগ শুরু করার নির্দেশ দিয়েছে। বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েসের নেতৃত্বে আদালত ২৫ নভেম্বর রায় চূড়ান্ত করে বলসোনারোকে ব্রাসিলিয়ার ফেডারেল পুলিশ সদর দপ্তরে সাজা ভোগ শুরু করতে বলেন। গত শনিবার থেকে তিনি সেখানে আটক রয়েছেন। গৃহবন্দি অবস্থায় নজরদারি যন্ত্র নষ্ট করার অভিযোগে তাকে আটক করা হয়। এটি ব্রাজিলের ইতিহাসে প্রথমবার কোনো সাবেক প্রেসিডেন্টের অভ্যুত্থানচেষ্টার দায়ে দণ্ডপ্রাপ্তির ঘটনা। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত তার জনতুষ্টিবাদী ও বিভাজনমূলক নেতৃত্ব দেশকে গভীরভাবে বিভক্ত করেছিল। ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর তিনি সরকারি পদে নিষিদ্ধ হন। তার আইনজীবীরা আদালতের দ্রুত রায় ঘোষণার সমালোচনা করে আপিলের ঘোষণা দিয়েছেন। অনেকেই এই রায়কে ব্রাজিলের গণতন্ত্রের জন্য ঐতিহাসিক বিজয় হিসেবে দেখছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।