Web Analytics

দেশ-বিদেশের দেড় শতাধিক শিক্ষাবিদ, চিকিৎসক, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও আইনবিদ শনিবার এক যৌথ বিবৃতিতে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে নিয়ে মিথ্যাচার ও অপবাদ দেওয়ার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, ১৮ ডিসেম্বর জুলাই বিপ্লবের অগ্রনায়ক শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকায় দুটি পত্রিকার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে জড়ানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা গণমাধ্যমের কণ্ঠরোধ ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। সামাজিক মাধ্যমে মাহমুদুর রহমানের সম্পৃক্ততার প্রচারণাকে তারা ন্যাক্কারজনক বলে উল্লেখ করেন এবং হামলা ও অপপ্রচারের দায়ীদের আইনি বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বিবৃতিতে আরো বলা হয়, লেখক এ এফ এম রাশেদুল হক মল্লিক ও বিএনপি নেতা এ কে এম ওয়াহিদুজ্জামান মিথ্যা ও মানহানিকর প্রচারণা চালিয়ে অপরাধ করেছেন। তাদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও আইনি জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।