যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এই বৈঠক ঘিরে পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে জড়ো হয়েছেন হাজারো বিএনপি সমর্থক। এদিন বৈঠক শুরুর আগে হোটেলে তারেক রহমানের আগমন ঘিরে দলটির নেতাকর্মীদের বাধভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দেখা গেছে, নেতাকর্মীদের দিকেও হাত নাড়িয়ে অভিবাদন জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে হোটেলে প্রবেশ করেন তিনি। এসময় দলের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।