Web Analytics

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগের নিষিদ্ধ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি নিয়ে সরকার কোনো শঙ্কায় নেই। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। তিনি আরও বলেন, সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্য প্রত্যাহারের খবরটি সম্পূর্ণ গুজব এবং ভিত্তিহীন। গত সপ্তাহে কিছু গণমাধ্যম এই বিষয়ে সংবাদ প্রকাশ করলেও উপদেষ্টা তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছিল, যা এখনও বহাল রয়েছে এবং তারা বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।