Web Analytics

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে অর্ধশতাধিক কৃষক মাথায় ধানের আঁটি নিয়ে প্রতীকী রিভিউ কর্মসূচি পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরনের সমর্থক কৃষকরা এই কর্মসূচি পালন করেন। তারা বলেন, হিরন ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তারা প্রার্থনা জানান, জনমত যাচাই ও হিরনের অবদানের ভিত্তিতে পুনর্মূল্যায়ন করা হোক। কৃষকরা রামগোপালপুর ইউনিয়নে এই কর্মসূচি আয়োজন করেন, যা ক্রিকেটের ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)-এর সঙ্গে তুলনা করে প্রতীকীভাবে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানানো হয়। বর্তমানে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।