‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী রোববার (২০ জুলাই) চট্টগ্রামে পদযাত্রা করবে এনসিপি। এতে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ জানান, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রাম জেলা মিলিয়ে দুই দিনের পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। ১৯ জুলাই কক্সবাজার থেকে শুরু হয়ে বান্দরবান ও রাঙামাটি ঘুরে ২০ জুলাই মহানগর চট্টগ্রামে প্রধান পদযাত্রার মাধ্যমে কর্মসূচি শেষ হবে। স্থানীয় নেতারা প্রস্তুতি সম্পন্ন করেছেন।