ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে সাক্ষাৎ করবেন। বৈঠকে তিনি ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দেবেন বলে ধারণা করা হচ্ছে। গত জুনে যুক্তরাষ্ট্র তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা ট্রাম্পের দাবি অনুযায়ী সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু এতে সন্তুষ্ট নন এবং এবার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্যবস্তু করছেন।
ইসরাইলি কর্মকর্তা ও তাদের মিত্ররা ইরানের ক্ষেপণাস্ত্র সমস্যা দ্রুত সমাধানের আহ্বান জানাচ্ছেন, যদিও বিশ্লেষকরা মনে করেন নতুন সংঘর্ষ ট্রাম্পের ঘোষিত বৈদেশিক নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনা তুসি বলেন, ট্রাম্প যেখানে ইসরাইল ও আরব রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে চান, নেতানিয়াহু সেখানে সামরিক আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন।
কুইন্সি ইনস্টিটিউটের ত্রিতা পারসি আলজাজিরাকে বলেন, ইসরাইল যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে রাখতে চায় এবং পারমাণবিক ইস্যু সমাধানের ঘোষণার পর এখন ক্ষেপণাস্ত্র ইস্যুতে মনোযোগ দিচ্ছে।