Web Analytics

ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, মির্জা আব্বাসের অনুসারীরা তার ও তার কর্মীদের ওপর হামলা চালিয়েছে। মঙ্গলবার দুপুরে ফকিরাপুলে নিজের নির্বাচনি অফিসে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, দুর্নীতি বা সন্ত্রাসের টাকায় রাজনীতি না করার ঘোষণা দেওয়ার পরই হামলার ঘটনা ঘটে। তিনি পুরো বাংলাদেশের কাছে বিচার দাবি করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে আহ্বান জানান, তিনি যেন সন্ত্রাসীদের আশ্রয় না দিয়ে দল থেকে বহিষ্কার করেন। তিনি অভিযোগ করেন, হাবিবুল্লাহ কলেজে অনিয়ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে মির্জা আব্বাস জড়িত। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দোয়া ও দেশ ঠিক রাখার আহ্বানের কথা উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া বেঁচে থাকলে এসব দেখে লজ্জা পেতেন।

তিনি সতর্ক করে বলেন, নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না হলে মাঠে থাকা কঠিন হবে। নাসীরুদ্দীন প্রতিশ্রুতি দেন, ঢাকা-৮ এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেবেন না এবং ১২ জানুয়ারির ভোটে জনগণ সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে বলে আশা প্রকাশ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।