বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে হংকং ফ্যাশন লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছে। শুক্রবার সকাল থেকে থেকে পাগাড় এলাকায় শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এর আগে তারা শুক্রবার রাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় ৫০০ শ্রমিক কাজ করে আসছেন। যাদের চাকরির মেয়াদ একবছর পূর্ণ হয়েছে তাদের ২০ মার্চ ঈদ বোনাস দিয়েছে মালিকপক্ষ। শনিবার থেকে ঈদের ছুটি শুরু হলেও এখনও পর্যন্ত কারখানার শতাধিক শ্রমিককে গত জানুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি।