রূপগঞ্জের সাওঘাট এলাকায় একটি আড়ত নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়। সেলিম প্রধান ও মুজিবুর রহমানের সমর্থকদের মধ্যে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পৃষ্ঠপোষকতায় গুলি ও ভাঙচুরের ঘটনা ঘটে, যাতে গুলিবিদ্ধসহ ২০ জন আহত হন। সংঘর্ষে বেশ কয়েকটি মোটরসাইকেল ও গাড়িতে আগুন দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো কাউকে গ্রেপ্তার বা অভিযোগ গ্রহণ করা হয়নি। আড়তের মালিকানা নির্ধারণে উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার পরিকল্পনা করছে প্রশাসন।