Web Analytics

চাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে একজন মানবপাচার চক্রের সদস্য বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

আটক মানবপাচারকারীর নাম মো. শাহিন, তিনি বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে। অন্য তিনজন হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মিজানুর রহমান, রাজশাহীর শফিকুল ইসলাম মুন্না এবং রংপুরের তারাজুল ইসলাম। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, শাহিনের সহায়তায় ভারতের চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা করছিলেন।

বিজিবি চারজনকেই চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরে আলম জানান, বিজিবির দায়ের করা অভিযোগে মামলা হয়েছে এবং আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।