Web Analytics

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা বা দুর্বৃত্তদের সম্পৃক্ততার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় বেলালের আট বছর বয়সী মেয়ে মারা যায় এবং দুই মেয়ে গুরুতর দগ্ধ হয়। রোববার পর্যন্ত কোনো মামলা হয়নি বা কাউকে আটক করা হয়নি।

বেলাল হোসেন দাবি করেন, তার ঘরে তালা মেরে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগানো হয়েছে। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, প্রাথমিক তদন্তে পেট্রল বা অন্য কোনো দাহ্য পদার্থের প্রমাণ মেলেনি। ঘটনাটি রাজনৈতিক না পারিবারিক, তা এখনও নিশ্চিত নয়। এদিকে দগ্ধ দুই মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।