জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্য ও আহতদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা রাখা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পুনর্বাসনের জন্য প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান, হাঁস-মুরগি বা পশু পালনের মতো উদ্যোগ নেওয়া হবে, তবে ফ্ল্যাট বা চাকরির কোটা দেওয়ার পরিকল্পনা নেই। তিনি আরও বলেন, ‘মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গে এখানে না আসা উচিত, মুক্তিযোদ্ধারা মহান। তাদের অবদান অনস্বীকার্য।’