জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলায় চেনাব নদীতে ভারতের প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে ভারতকে সতর্ক করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুসেই আন্দ্রাবি বলেন, সিন্ধু পানি চুক্তি অনুযায়ী ভারত পশ্চিমের নদীগুলোতে একতরফাভাবে কোনো জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের সীমিত অনুমতির অপব্যবহার করতে পারে না। তিনি জানান, পাকিস্তান এখনো ভারতের কাছ থেকে দুলহস্তি স্টেজ ২ নামের এই প্রকল্প সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি।
বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি অনুযায়ী, ভারতের পূর্ণ অধিকার রয়েছে পূর্বদিকের নদীগুলোর (রাবি, সুলতেজ ও বিয়াস) ওপর, আর পাকিস্তানকে দেওয়া হয়েছে পশ্চিম নদীগুলোর (সিন্ধু, ঝিলাম ও চেনাব) ওপর অধিকার। তবে পশ্চিম নদীগুলোতে ভারতকে সীমিত পরিমাণে বিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে। আন্দ্রাবি বলেন, ভারত যদি প্রকল্পটি বাস্তবায়ন করে, তবে তা হবে চুক্তির গুরুতর লঙ্ঘন।
তিনি আরও বলেন, পাকিস্তান শান্তিপূর্ণভাবে বিরোধ মীমাংসা করতে চায়, তবে ভারতের পরিকল্পিত লঙ্ঘন বা পাকিস্তানের জাতীয় স্বার্থে আঘাত ইসলামাবাদ সহ্য করবে না।