শআশুলিয়ায় পূর্বশত্রুতার জের ধরে মোমেনুল ইসলাম মকমিন (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই দিন রাত ১১টার দিকে আশুলিয়ায় সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে তাকে। স্থানীয়রা জানায়, রুবেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। রুবেল বিভিন্ন সময় মোমেনকে তার আন্ডারে মাদক ব্যবসা করার জন্য প্রস্তাব দেন। মোমেন তার প্রস্তাবে রাজি না হওয়ায় তাদের মধ্যে শত্রুতা শুরু হয়। এর সূত্রধরে সন্ত্রাসীদের নিয়ে মোমেনকে আক্রমণ করে খুন করে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।