Web Analytics

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার রায় সোমবার ঘোষণা করা হবে এবং ট্রাইব্যুনাল যেভাবেই রায় দিক না কেন, তা কার্যকর করা হবে। রোববার বরিশালে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, রায়কে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক এবং সামান্য কিছু অস্থিরতা দ্রুত নিয়ন্ত্রণে আসবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতায় এবার নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।