কক্সবাজারের টেকনাফ উপকূলে জেলের জালে ধরা পড়েছে প্রায় ১৫ মণ ওজনের বিশাল শাপলা পাতা মাছ, যা দেখতে ভিড় জমায় স্থানীয় ও পর্যটকরা। শুক্রবার বিকেলে সাবরাং মুন্ডার ডেইল এলাকায় মাছটি ধরা পড়ে এবং একাধিক মানুষের সহায়তায় তীরে তোলা হয়। মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন, এই শাপলা পাতা বা পাতা হাঙর প্রজাতিটি বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে সম্পূর্ণ সংরক্ষিত। ধরা, বিক্রি বা পরিবহণ—সবই নিষিদ্ধ। তবুও মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং ক্রেতা ও পরিবহণকারীদের শনাক্তের চেষ্টা চলছে। আইন অনুযায়ী, সংরক্ষিত প্রাণী শিকার বা বিক্রির দায়ে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, গভীর সমুদ্রের এই প্রজাতির অগভীর জলে আসা জলবায়ু পরিবর্তনের প্রভাবের ইঙ্গিত হতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।