২০১১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে উচ্চ আদালতের নির্দেশে চাকরিচ্যুত করা হয়। আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত সেই ৯৮৮ জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। ৯৮৮ জনের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে মৃত। বাকিরা এক অবর্ণনীয় বঞ্চনা ও কষ্টের শিকার। তবে তাদের চাকরি ফিরে পাওয়ার লড়াইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় পাশে দাঁড়িয়েছে।