Web Analytics

পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে টানা ২০ বার টস হেরে এক বিরল বিশ্বরেকর্ড গড়েছে ভারত। পরিসংখ্যান অনুযায়ী, এমন ঘটনা ঘটার সম্ভাবনা মাত্র ১০ লাখে একবার, অর্থাৎ ১,০৪৮,৫৭৬ বারের মধ্যে একবার। এই ধারার সূচনা হয়েছিল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হারের মধ্য দিয়ে। এরপর থেকে দ্বিপাক্ষিক সিরিজ ও বহু-দলের টুর্নামেন্টে প্রতিবারই ভারতের বিপক্ষে গেছে কয়েন। সর্বশেষ রায়পুরে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন। এর ফলে নেদারল্যান্ডসের ১১ টস হারের আগের রেকর্ডকে অনেক পিছনে ফেলেছে ভারত। টস শেষে ভারতীয় অধিনায়ক কে এল রাহুল মজা করে বলেন, টসই এখন তার জন্য সবচেয়ে চাপের বিষয়, অনুশীলন করেও লাভ হচ্ছে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।