রাজধানীকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ডিএনসিসি এলাকায় আগামী বর্ষা মৌসুমে বৃক্ষরোপন করে সবুজে আচ্ছাদিত করার ঘোষণা দিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আরও বলেন, নাগরিকদের জন্মনিবন্ধন সমস্যা সমাধানে জন্মনিবন্ধন সংশ্লিষ্ট সকল সংস্থাকে নিয়ে একটি জনশুনানির আয়োজন করা হবে। সিটি কর্পোরেশনের রাজস্ব প্রদান সহজীকরণ করতে সর্বোচ্চ অটোমেশন করা হচ্ছে, যাতে নাগরিকরা ঘরে বসে ট্যাক্স প্রদান করতে পারে। এছাড়াও আগামী ১১ মে থেকে ২০ দিনব্যাপী ট্যাক্স মেলার আয়োজন করা হবে।