Web Analytics

রাজনৈতিক আগ্রাসন, আধিপত্যবাদ ও নিপীড়নের বিরুদ্ধে গণআন্দোলনের প্রতীক আগ্রাসনবিরোধী আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই বীর সম্মাননা’ প্রদান অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে রাজধানীর কাকরাইল মোড়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ কর্মসূচি শুরু হয়। চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, রাজশাহী, খুলনা, নোয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে জুলাই শহীদের পরিবার, আহত ও জুলাইযোদ্ধারা সকালে রাজধানীতে সমবেত হন।

সূত্র জানায়, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ, আহত ও নির্যাতিতদের স্মরণে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও নাগরিক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আগ্রাসনবিরোধী আন্দোলন জানায়, ২০২৫ সালের ৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তারই ধারাবাহিকতায় এ কর্মসূচি আয়োজিত হয়েছে।

সংগঠনটি জানায়, তারা ভবিষ্যতেও জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের ন্যায্য অধিকারের পক্ষে আপসহীনভাবে কাজ করবে। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কাজ করা প্রতিষ্ঠান জেএএম সংস্থা (JAM SANGSTHA) অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।