গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে ১৭ জুলাই জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশে দলের শীর্ষ নেতারা অভিযোগ করেন, ঘটনাটি প্রমাণ করে সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টার দুর্বলতা। নায়েবে আমির ডা. তাহের বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ‘মিস্টার অসহায়’; তাঁকে অপসারণের দাবি জানান তিনি। হামলার পেছনে প্রশাসনের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেন জামায়াত নেতারা। সেক্রেটারি জেনারেল পরওয়ার বলেন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশকে ঠেকাতেই পরিকল্পিত হামলা হয়েছে। ফ্যাসিবাদী শাসনের অভিযোগ এনে নেতারা বলেন, সন্ত্রাসীদের পাশাপাশি প্রশাসনের ভেতরের দোসরদেরও শাস্তি দিতে হবে। লংমার্চ কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে জামায়াত ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশে অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান জানায়।