হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং ২৭৯ জন নিখোঁজ রয়েছেন। বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে শুরু হওয়া আগুন দ্রুত ৩১ তলা কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। ভবনগুলোর বাইরের বাঁশের কাঠামো ও নির্মাণসামগ্রী আগুনের গতি বাড়িয়ে দেয়। দমকল বাহিনীর ৮০০-রও বেশি সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এটি হংকংয়ের গত ১৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ (পাঁচ মাত্রার) অগ্নিকাণ্ড হিসেবে চিহ্নিত হয়েছে। নিহতদের মধ্যে একজন দমকল কর্মীও রয়েছেন এবং কয়েকজন দমকল সদস্য আহত হয়েছেন। নির্বাহী প্রধান জন লি জানিয়েছেন, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনো অনেক বাসিন্দা আটকা থাকতে পারেন। ১৯৮৩ সালে নির্মিত আট ব্লকের এই কমপ্লেক্সে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে এবং সম্প্রতি এর সংস্কারকাজ চলছিল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।