Web Analytics

নোয়াখালীর বিএনপি নেতা জামাল উদ্দিনের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের আগে তিনি নিহত জামালের বড় ছেলেকে ফোন করে পরিবারের খোঁজ নেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। জামাল ঢাকায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পিজি হাসপাতালে মারা যান।

দলীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে তারেক রহমান তাৎক্ষণিকভাবে জামালের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। বুধবার দিবাগত রাতে নোয়াখালী থেকে ঢাকাগামী একটি বাস কুমিল্লার বাগমারা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে অন্তত ৩২ জন আহত হন। জামাল ও আরেক কর্মীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।

তারেক রহমান শোকাহত পরিবারকে আশ্বস্ত করেন যে তিনি শিগগিরই সরেজমিনে দেখা করবেন এবং জামালের সন্তানদের একসাথে থাকার পরামর্শ দেন। নিহত জামাল নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন এবং চার সন্তানের জনক ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।