কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটকে প্রবাসীদের বৈদেশিক মুদ্রার আমানত তাদের সম্মতিতে ঋণের জামানত হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছে। সম্মতি ব্যতীত আমানত জামানত হিসাবে ব্যবহার যাবে না। ঋণগ্রহীতা দেউলিয়া হলে ব্যাংক আমানতকারীদের নোটিশ দিয়ে আমানত বন্ধক রেখে ঋণ আদায় করতে পারবে। এই পদক্ষেপ ঋণের জামানত প্রক্রিয়া সহজ করতে নেওয়া হয়েছে। নির্দেশনা অবিলম্বে কার্যকর, প্রধানত রপ্তানি অঞ্চল ও বিদেশি মালিকানাধীন কোম্পানিতে ঋণে প্রযোজ্য।