Web Analytics

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালীতে ইসোয়াতিনির পতাকাবাহী একটি জাহাজ আটক করেছে, যা প্রায় ৩৫০,০০০ লিটার জ্বালানি চোরাচালানে জড়িত ছিল বলে অভিযোগ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, জাহাজটি আটক করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। আইআরজিসি কমান্ডার জানান, জাহাজের ১৩ জন নাবিক প্রতিবেশী দেশ ও ভারতের নাগরিক। হরমুজ প্রণালী বিশ্বব্যাপী তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ, যেখানে ইরান নিয়মিতভাবে অবৈধ জ্বালানি পরিবহনকারী জাহাজের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। চলতি মাসের শুরুতে ইরান মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার আটক করেছিল, যা পরে মুক্তি পায়। গত বছরও ইরান একটি ইসরাইল-সম্পর্কিত জাহাজ আটক করেছিল। তবে ইরান দাবি করেছে, সাম্প্রতিক এই অভিযান সম্পূর্ণ স্থানীয় আইন প্রয়োগের অংশ, কোনো দেশের বিরুদ্ধে প্রতিশোধ নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।