Web Analytics

পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, মালদহ ও কোচবিহার জেলার হোটেলগুলোতে বাংলাদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় হোটেল মালিক সমিতিগুলো হোটেলের সামনে ‘বাংলাদেশিদের প্রবেশ নিষেধ’ লেখা বিজ্ঞপ্তি টাঙিয়েছে। তারা দাবি করেছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং সীমান্ত উত্তেজনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে পাসপোর্ট ও ভিসা প্রক্রিয়া বন্ধ থাকায় হোটেলগুলো ঘর দেওয়া বন্ধ করেছে বলে জানানো হয়।

মালদহ হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরী জানিয়েছেন, আপাতত বাংলাদেশি অতিথিদের থাকার অনুমতি দেওয়া হবে না। কোচবিহার হোটেল মালিকরাও একই সিদ্ধান্ত নিয়েছেন। শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, তাদের আওতাধীন ১৮০টি হোটেলে এই নিয়ম কার্যকর হয়েছে এবং চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে দেওয়া ছাড়ও প্রত্যাহার করা হয়েছে।

বিজেপি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, তবে তৃণমূল কংগ্রেস বলেছে এটি হোটেল মালিকদের নিজস্ব সিদ্ধান্ত। সমালোচকরা মনে করছেন, এই পদক্ষেপ পশ্চিমবঙ্গে বাড়তে থাকা বাংলাদেশ বিদ্বেষের প্রতিফলন এবং তা দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।