Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে। শনিবার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে তার নির্বাচনি উঠান বৈঠকের সময় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৈঠক চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হলে রুমিন ফারহানার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তার নির্বাচনি প্রচারণা বন্ধ করে দেয়।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দৈনিক আমার দেশকে জানান, ১৭ জানুয়ারি রুমিন ফারহানা নির্বাচন আচরণবিধিমালা ২০২৫-এর ১৮ ধারা লঙ্ঘন করে প্রচারণা চালান। এ কারণে তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙে দেওয়া হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত জুয়েল নামের এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

ঘটনার পর রুমিন ফারহানার নির্বাচনি কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং বিষয়টি পরবর্তী পর্যালোচনার অপেক্ষায় রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।