Web Analytics

জুলাই অভ্যুত্থানে শহীদ হয়ে রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা আটজনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, উত্তোলিত ১১৮টি লাশের মধ্যে আটজনের পরিচয় নিশ্চিত হয়েছে এবং তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

প্রেস সচিব জানান, শহীদদের পরিচয় শনাক্তের কাজটি আন্তর্জাতিক মানদণ্ডে সম্পন্ন হচ্ছে। বসনিয়া যুদ্ধের সময় সেব্রেনিৎসায় নিহতদের শনাক্তে কাজ করা আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল বাংলাদেশের সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিয়েছে। দেশীয় বিশেষজ্ঞদেরও ডিএনএ স্যাম্পলের মাধ্যমে নিখুঁতভাবে পরিচয় শনাক্তে দক্ষ করে তোলা হয়েছে।

তিনি আরও বলেন, সরকার প্রতিটি শহীদের পরিচয় নিশ্চিত করতে বদ্ধপরিকর, যদিও এটি সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য কাজ। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বেওয়ারিশ দাফনকৃতদের পরিচয় নিশ্চিত করতে কবর থেকে লাশ উত্তোলন ও ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।