Web Analytics

প্যারিসে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, এ বছরের বাজেটে আমি নতুন কোনো প্রকল্প চাইনি। বরং অতীতের কিছু অপ্রয়োজনীয় ও ব্যর্থ প্রকল্প বাদ দিয়ে, টেকসই কাঠামো গড়ে তোলার দিকেই আমরা মনোনিবেশ করেছি। তিনি জানান, আগামী অর্থবছর থেকে ফ্রিল্যান্সারদের জন্য প্রণোদনা পুনরায় চালুর লক্ষ্যে কাজ চলছে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষ থেকে ৯ ক্রেডিটের একটি আইসিটি কোর্স চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা তাদের চাকরি বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। তিনি বলেন, ডেটা ব্যবস্থাপনা, ক্লাউড সিস্টেম এবং ইলেকট্রিক ভেহিকেল (ইভি) খাতসহ প্রযুক্তির গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে নীতিগত ভিত্তি গড়ে তোলা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।