Web Analytics

সাত দফা দাবি আদায় ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীরা ‘লং মার্চ টু নেসকো’ কর্মসূচি পালন করেছেন। আন্দোলনকারীরা রংপুর-ঢাকা সড়কের ট্রাকস্ট্যান্ডের সামনে অবরোধ ও সমাবেশ করেন। এতে অংশ নেন ১০টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এছাড়া মিছিলটি খামার মোড় নেসকো অফিসের আঞ্চলিক কার্যালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করলে যৌথবাহিনীর বাধার মুখে পড়ে। পরে সেখানেই সড়কে বসে তারা সড়ক অবরোধ করে সমাবেশ কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের দাবি, রংপুর নেসকো অফিসে রোকোনুজ্জামান নামের এক উপসহকারী মব সৃষ্টি করে দায় চাপিয়েছে ডিপ্লোমাদের প্রকৌশলীদের ওপর। একইসঙ্গে বিদ্যুৎ খাতে নৈরাজ্য সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেফতার, ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করাসহ সাত দফা দ্রুত বাস্তবায়নের দাবি তুলে কর্তৃপক্ষকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয় সমাবেশ থেকে। তারা জানায়, রংপুর প্রধান প্রকৌশলী বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। এ সময় বুয়েট শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা আন্দোলন থেকে সরে আসার দাবিও জানান তারা। পরে জনদুর্ভোগ এড়াতে সড়ক থেকে অবরোধ তুলে নিয়ে কর্মসূচি শেষ করে দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।