Web Analytics

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে সরকারি সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগে জেলায় ৩৬ ঘণ্টার হরতাল চলছে। রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য, কোটা বিরোধী ঐক্যজোট এবং সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের ব্যানারে এই হরতালের ডাক দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলবে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। হরতালের কারণে শহরের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সড়ক ও নৌপথে কোনো যানবাহন জেলা সদর থেকে বের হতে বা প্রবেশ করতে পারছে না। আন্দোলনকারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পিকেটিং করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি ঘোষিত শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয়, যার লিখিত পরীক্ষা ২১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। প্রতিবাদকারীরা কোটা বৈষম্য বন্ধ ও পরীক্ষার স্থগিতের দাবি জানাচ্ছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।