উত্তরার দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তে দগ্ধ ৪২ জন বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৮ জন আইসিইউতে এবং ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. নাসির উদ্দিন। ইতোমধ্যে ১৩ জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে এবং দুজনকে আইসিইউ থেকে ইন্টারমিডিয়েট কেয়ারে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যাপ্ত রক্ত মজুদ আছে এবং স্কিন ডোনেশনের প্রয়োজন নেই। সিঙ্গাপুর, ভারত ও চীনের বিশেষজ্ঞদের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতাও চলছে।