Web Analytics

ইসরাইলের সেনাবাহিনী বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটের মুখে পড়েছে বলে জানিয়েছেন দেশটির রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইতজাক ব্রিক। দৈনিক মারিভ–এ প্রকাশিত এক নিবন্ধে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার কর্মকর্তা ও নন-কমিশন্ড অফিসার সেনা ডাকে সাড়া দেননি বা চাকরির মেয়াদ নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের ফলে ৯২৩ সেনা নিহত এবং প্রায় সাড়ে ৬ হাজার আহত হয়েছেন, পাশাপাশি প্রায় ২০ হাজার সেনা যুদ্ধ-পরবর্তী মানসিক ধকল বা পোস্ট-ট্রমাটিক স্ট্রেসে ভুগছেন। ব্রিক সতর্ক করে বলেন, এই সংকটের কারণে সেনাবাহিনীর সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও যুদ্ধ সক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং অবস্থা অব্যাহত থাকলে বাহিনী ‘সম্পূর্ণ অচল’ হয়ে পড়তে পারে। তিনি পূর্ববর্তী চিফ অব স্টাফদের জনবল কমানো ও সার্ভিস মেয়াদ হ্রাসের সিদ্ধান্তকে দায়ী করেন এবং সেনাবাহিনীর মানবসম্পদ ব্যবস্থাপনা ও পুরোনো প্রযুক্তিগত কাঠামোকেও সমালোচনা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।