Web Analytics

বাংলাদেশ সরকার ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া প্রকাশ করেছে, যেখানে টেলিযোগাযোগ বা বেতার যন্ত্রপাতি ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ধর্মীয়, সাম্প্রদায়িক বা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য ছড়ালে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। অধ্যাদেশের ৬৬ (ক) ধারায় বলা হয়েছে, এ ধরনের অপরাধে দোষী ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী অনধিক পাঁচ বছর কারাদণ্ড বা অনধিক ৯৯ কোটি টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এ ছাড়া অধ্যাদেশে সাইবার অপরাধ, হ্যাকিং, প্রতারণা, স্যাটেলাইট বা প্রতিরক্ষা যোগাযোগ ব্যাহত করা, ভুয়া লোকেশন সিগন্যাল প্রেরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রতারণা ইত্যাদি অপরাধেরও কঠোর শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। ৬৯ (ক) ধারায় অশ্লীল, হুমকিমূলক বা চাঁদাবাজিমূলক বার্তা পাঠালে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা দেড় কোটি টাকা জরিমানার বিধান রয়েছে। অন্যের কাছে বারবার ফোন করে বিরক্ত করলে এক লাখ টাকা জরিমানা বা ছয় মাসের কারাদণ্ডের শাস্তি হতে পারে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বুধবার খসড়াটি প্রকাশ করেছে, যা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত মতামতের জন্য উন্মুক্ত থাকবে। মতামত ইমেইলে (secretary@ptd.gov.bd) বা ডাকযোগে পাঠানো যাবে সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়ে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।