Web Analytics

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আসন্ন গণভোট দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেবে এবং আলোকিত দেশ গড়তে ‘হ্যাঁ’ ভোটের জয় নিশ্চিত করতে হবে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ, ড. আনিসুজ্জামান চৌধুরী, মনির হায়দার এবং ধর্ম সচিব মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। বক্তারা ১২ ফেব্রুয়ারির গণভোট ও সাধারণ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, স্বৈরশাসনের অবসান, আইনের শাসন প্রতিষ্ঠা ও মৌলিক অধিকার রক্ষায় এটি প্রয়োজন। তারা ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধান থেকে বিসমিল্লাহ বা রাষ্ট্রধর্ম ইসলাম বাদ যাবে—এমন প্রচারকে মিথ্যা বলে অভিহিত করেন।

সহস্রাধিক ইমাম-খতিব অংশগ্রহণকারী এই সম্মেলনে বক্তারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।