ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) বিশ্বের প্রথম ফিঙ্গারপ্রিন্টভিত্তিক বায়োমেট্রিক মেটাল কার্ড চালু করেছে, যা বাংলাদেশের ক্যাশলেস অর্থনীতির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার জানান, ইবিএলের উদ্ভাবনী উদ্যোগ যেমন WEAREBL ওয়্যারেবল পেমেন্ট ডিভাইস, উন্নত স্কাই ব্যাংকিং অ্যাপ এবং মাল্টি-নেটওয়ার্ক ভার্চুয়াল কার্ড ডিজিটাল লেনদেনকে আরও দ্রুত, নিরাপদ ও সহজ করেছে। ব্যাংকটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ই-কমার্সের সঙ্গে ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করেছে এবং এআই-ভিত্তিক ফ্রড শনাক্তকরণ ও রিয়েল-টাইম মনিটরিংয়ের মাধ্যমে সাইবার নিরাপত্তা জোরদার করেছে। ভারত, শ্রীলংকা ও পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইবিএল সাশ্রয়ী পিটুপি ট্রান্সফার ও মার্চেন্ট ফি মডেল উন্নয়ন করছে। পাশাপাশি, গ্রাহকদের ডিজিটাল সচেতনতা বাড়াতে এবং প্রতারণা প্রতিরোধে কাজ করছে ব্যাংকটি। এসব উদ্যোগ বাংলাদেশের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ব্যাংকিং ভবিষ্যৎকে ত্বরান্বিত করবে।