Web Analytics

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশনের অগ্রগতি ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিবসহ প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। তিনি প্রধান উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা ইউনূস নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, জাতিকে একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকটি আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও প্রশাসনিক সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি নির্দেশ করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।