Web Analytics

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা পুলিশ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের হোতা মো. সুমন (৩৯) কে আটক করেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁদপুর সদর উপজেলার ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পূর্বে চুরি হওয়া চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক সুমন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাগলা ফরাজি বাড়ির মৃত আলী হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, টুটন ঘোষের ব্যবহৃত ১১০ সিসি মোটরসাইকেল চুরির অভিযোগের পর তদন্ত শুরু হয়। অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জেলা পুলিশের সহযোগিতায় সুমনকে আটক করা হয়। ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সুমনকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এই অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চুরি দমনে পুলিশের প্রচেষ্টা আরও জোরদার হয়েছে বলে জানা গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।