শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী নেতা আব্দুল আউয়াল সরদারকে আটক করেছে শাহাজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ। ওসি মাকসুদ আলম বলেন, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে আউয়াল পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে চুপিসারে বিদেশে চলে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তাকে গোসাইরহাট থানায় আনা হচ্ছে।