বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিন দিনের ব্যবধানে দ্বিতীয়বার টেলিফোনে কথা বলেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৮ জানুয়ারি ২০২৬ রাতে ফেসবুকে প্রকাশিত এক পোস্টে দুই নেতার এই ফোনালাপের তথ্য জানানো হয়। আলোচনায় তারা দ্বিপাক্ষিক বিষয় ও সাম্প্রতিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন এবং ১০ জানুয়ারি জেদ্দায় অনুষ্ঠেয় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের অধিবেশন আহ্বানের প্রশংসা করেন।
এর আগে ৪ জানুয়ারি বেইজিং সফরকালে ইসহাক দার প্রথমবার তৌহিদ হোসেনকে ফোন করেন। সে সময় তিনি পাকিস্তান-চীন সপ্তম কৌশলগত সংলাপে অংশ নিচ্ছিলেন। ওই আলোচনায় দুই পক্ষ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে মতবিনিময় করেন এবং ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হন।
এই ধারাবাহিক যোগাযোগ দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদারের আগ্রহকে প্রতিফলিত করছে।