Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। মাদক পাচারের অভিযোগে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার কয়েক দিনের মধ্যেই এই আমন্ত্রণ আসে। ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযানে নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর পর ট্রাম্প পেত্রোকে কঠোর ভাষায় সতর্ক করেছিলেন এবং কলম্বিয়ার বিরুদ্ধেও সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন। তবে দুই নেতার প্রথম টেলিফোন আলাপের পর ট্রাম্প তার অবস্থান নরম করেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানান, পেত্রো তাকে ফোন করে মাদক পরিস্থিতি ও অন্যান্য মতবিরোধ ব্যাখ্যা করেছেন। তিনি পেত্রোর আচরণকে প্রশংসা করেন এবং শিগগিরই হোয়াইট হাউসে সাক্ষাতের আশাবাদ ব্যক্ত করেন। এর আগে ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই পেত্রো ও তার পরিবারের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, যার জবাবে পেত্রো বলেছিলেন, প্রয়োজনে তিনি অস্ত্র হাতে নিতে প্রস্তুত।

পেত্রো জানান, তিনি হোয়াইট হাউস বৈঠকে অংশ নেবেন, যদিও তারিখ নির্ধারিত হয়নি। তিনি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্টদের মধ্যে সরাসরি যোগাযোগ পুনঃস্থাপনের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।