Web Analytics

গাজীপুরের টঙ্গীর তিলারগাতি এলাকার কনসেপ্ট নিটিং লিমিটেড নামের একটি পোশাক কারখানায় মঙ্গলবার দুপুরে অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দুপুর বারোটার দিকে চা পানের বিরতির পরপরই নারী শ্রমিকদের মধ্যে বমি, পেটব্যথা ও অজ্ঞান হয়ে পড়ার ঘটনা ঘটে। অসুস্থদের দ্রুত টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিকরা জানান, তারা বিরতির সময় বাসা থেকে আনা খাবার ও কারখানার ফিল্টার করা পানি পান করেছিলেন। কারখানার মানবসম্পদ কর্মকর্তা শাজিদ হোসেন জানান, অসুস্থদের চিকিৎসা চলছে এবং সবাই বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে অসুস্থতার সঠিক কারণ এখনো জানা যায়নি।

গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পানিবাহিত রোগ বা মানসিক আতঙ্কজনিত প্রতিক্রিয়া হতে পারে। ঘটনাটি কারখানার স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। কর্তৃপক্ষ কারণ নির্ধারণে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।