ইসলামের মৌলিক বিধান—নামাজ, হজ, হাজরে আসওয়াদ ও কাবা শরিফ নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে খুলনার মুরাদ বিন আমজাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। সোমবার খুলনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে তারা জানায়, মুরাদ সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকভাবে ধর্মবিদ্বেষী ও কুরুচিপূর্ণ মন্তব্য করে ধর্মীয় শান্তি ও সম্প্রীতিতে বিঘ্ন ঘটাচ্ছেন। এজন্য তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানানো হয়।