অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছে জার্মান মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজকে ইসরাইলে পৌঁছাতে বাধা দিতে। সংস্থাটি জানিয়েছে, পর্তুগিজ পতাকাবাহী জাহাজটিতে প্রায় ৪৪০ টন মর্টার বোমার যন্ত্রাংশ, প্রজেক্টাইল এবং সামরিক মানের ইস্পাত রয়েছে, যা গাজায় সম্ভাব্য গণহত্যা ও যুদ্ধাপরাধে ব্যবহৃত হতে পারে।
অ্যামনেস্টির যাচাই অনুযায়ী, ‘হোলগার জি’ নামের জাহাজটি ১৬ নভেম্বর ভারত থেকে যাত্রা করে বর্তমানে ইসরাইলের হাইফা বন্দরের পথে রয়েছে। সংস্থার গবেষণা ও নীতি পরিচালক এরিকা গুয়েভারা রোসাস বলেছেন, এই প্রাণঘাতী সরঞ্জাম ইসরাইলে পৌঁছানো উচিত নয়, কারণ এটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধে ব্যবহারের ঝুঁকি বহন করছে। তিনি সতর্ক করে বলেন, ইসরাইলের সঙ্গে স্বাভাবিক ব্যবসা চালিয়ে যাওয়া রাষ্ট্রগুলো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
এই আহ্বান গাজা যুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য ও দায়বদ্ধতা নিয়ে নতুন বিতর্ক উসকে দিতে পারে।