মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে দুই গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোর ৬টার দিকে বন্দরখোলা চৌরাস্তা এলাকায় প্রাইভেটকার দিয়ে পথরোধ করে চারজন ডাকাত এ হামলা চালায়। আহত রাজন মোল্লা (৬০) ও আলাউদ্দিন দেওয়ান (৬৭) গরু কেনার উদ্দেশ্যে পাঁচ্চর এলাকা থেকে টেকেরহাট যাচ্ছিলেন। ঘটনাস্থলে প্রাইভেটকার থামানো দেখে তারা গাড়ি নষ্ট হয়েছে ভেবে কাছে গেলে ডাকাতরা এলোপাতাড়ি কুপিয়ে টাকা ছিনিয়ে নেয়। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিবচর থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।