সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মঞ্জু পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, তবে সোমবার গণমাধ্যমকে জানান যে তিনি তা জমা দেননি।
গত ২৪ ডিসেম্বর ভান্ডারিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও রেহেনা আক্তারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। এ সময় জেপির স্থানীয় নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রোববার পিরোজপুরে ‘ছাত্র-জনতা’র ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে মঞ্জুর প্রার্থিতা বাতিল ও গ্রেপ্তারের দাবি জানানো হয়। অভিযোগে বলা হয়, তিনি আওয়ামী লীগের দোসর এবং জুলাই গণঅভ্যুত্থানে সহিংসতার সঙ্গে জড়িত ছিলেন।
আনোয়ার হোসেন মঞ্জু সাতবার পিরোজপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি ও আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে ১৮ দল নিয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) ইতিমধ্যে নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে।