Web Analytics

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার ও সংগ্রামের পতাকা এখন তাদের পুত্র তারেক রহমানের হাতে ন্যস্ত হয়েছে। শুক্রবার রাজধানীর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত নাগরিক শোকসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই দায়িত্ব যেমন গর্বের, তেমনি এটি এক গভীর চ্যালেঞ্জও। শহীদ জিয়া ও খালেদা জিয়ার সন্তান হওয়া গৌরবের হলেও এটি একই সঙ্গে ভয় ও শঙ্কার বিষয়, কারণ বাংলাদেশের মানুষ সবসময় তারেক রহমানকে তার পিতা-মাতার সঙ্গে তুলনা করবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পঙক্তি উদ্ধৃত করে তিনি প্রার্থনা করেন, আল্লাহ যেন তারেক রহমানকে এই ঐতিহাসিক পতাকা বহনের শক্তি ও সামর্থ্য দান করেন।

মাহমুদুর রহমান আরও বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া বাংলাদেশের শত বছরের ইতিহাসে একমাত্র স্বামী-স্ত্রী, যারা সারাজীবন জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। তিনি একে বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ঘটনা হিসেবে উল্লেখ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।