Web Analytics

সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার সকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আদালতের নির্দেশে এই দুই আসনে কোনো ভোট কার্যক্রম না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আপাতত এই দুই আসনে নির্বাচনী কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে। একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটও অনুষ্ঠিত হবে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা, আর গণভোটের ব্যালট হবে গোলাপি।

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল চলবে ১১ জানুয়ারি পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থীরা ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি, এবং প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।